242160

তৃতীয় লিঙ্গের মানুষ এবার সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে

ডেস্ক রিপোর্ট : তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজে আর সবার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যুদ্ধে যারা আজও পিছিয়ে। পাঠাগারে গিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হতে এ পিছিয়ে পড়া গোষ্ঠীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘বইবন্ধু’। ডিবিসি নিউজ

রাজধানীর দক্ষিণ কমলাপুরে এক বস্তি ঘরে, ছোট পরিসরে তৃতীয় লিঙ্গ মানুষের জন্য গড়ে তোলা হয়েছে এই পাঠাগার।

দিন শেষে ঘরে ফিরে কিংবা অবসর সময়, বই নিয়ে সময় কাটান তারা। কেউ উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন, কেউবা প্রাথমিক শেষ করতে পারেননি। তারা একে অপরের সহযোগিতায় নিজেদের আলোকিত করার চেষ্টা।

‘বইবন্ধু’র সমন্বয়ক মহিউদ্দিন তোহা বলেন, যে বইগুলো পড়া শেষ হয়ে যায় সেগুলো নিয়ে যাওয়া হয়। তাদেরকে আবার নতুন বই দেয়ার চেষ্টা করা হয়। তৃতীয় লিঙ্গের আরো কয়েকটি কমিউনিটি থেকে যোগাযোগ করেছে, তারাও এ কার্যক্রম শুরু করতে চায়।

পাঠকের মতামত

Comments are closed.