242455

কলম্বোয় তামিম-মুশফিকদের অনুশীলন (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- শ্রীলঙ্কায় পৌঁছানোর পরের দিনই অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কলম্বোর স্থানীয় একটি মাঠে প্রথমে হালকা স্ট্রেচিং ও ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং সেশনেও সময় কাটিয়েছেন তারা।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে শুরু করতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই উদ্দেশে শনিবার দেশ ছাড়ে টাইগাররা। রোববারই অনুশীলনে নেমে পড়েছেন তামিম, মুশফিক, সৌম্যরা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ১৪ সদস্য একসঙ্গে যায়নি। প্রথম ধাপে শ্রীলঙ্কায় যাওয়া সাত ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

চোটের কারণে এই সফরে নেই নিয়মিত অধিনায়ক মাশরাফির পাশাপাশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের বদলে দলে ডাক পেলেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। ছুটিতে থাকায় আগে থেকেই এই সফরে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান।

চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ও ভারতে একটি টুর্নামেন্টে খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জন যাচ্ছেন পরে।

২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সফর। এরপর আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.