242938

গুগলকে জরিমানা করল ফেডারেল ট্রেড কমিশন

অনলাইন সংস্করণঃ- ইউটিউব কিডসের মাধ্যমে নিয়ম ভাঙার ফলে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কে কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, ইউটিউব কিডসের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কিনা, সেটি জানতে তদন্ত শুরু করেছিল ফেডারেল ট্রেড কমিশন।

এ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, শিশুদের তথ্যের পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউটিউব ও গুগল। এমন কি প্রতিষ্ঠানটি নিজেরাই নাকি শিশুদের ডাটা সংগ্রহ করছিল। এদিকে, ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই তারা এ বিষয়টি নিয়ে অভিযোগ পাচ্ছিল।
নিজেদের সাম্প্রতিক তদন্ত ফলাফলে সংস্থাটি জানতে পেরেছে, গুগল ও ইউটিউব শিশুদের তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ ভেঙেছে।

তবে নিয়ম ভেঙে ঠিক কত শিশুর ডাটা সংগ্রহ করেছে গুগল, সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি।
নিজেদের তদন্তের প্রতিবেদনে ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, শিশুদের এই প্রাইভেসির বিষয়টি শুধু গুগল বা ইউটিউবের জন্য নয়, সব প্রযুক্তি ও গেমিং প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। আর তাই এ বিষয়ে নেওয়া যেকোনও সিদ্ধান্তের জন্য সবাইকে মাশুল দিতে হতে পারে।

 

সূত্র আওয়ার ইসলামঃ

পাঠকের মতামত

Comments are closed.