248206

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, সাফ বলে দিল ইরান

অনলাইন সংস্করণঃ- পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়না ইরান। তাছাড়া কোনো কারণে যুক্তরাষ্ট্র যদি ইরানের ট্যাঙ্কার আটক করে তার পরিণতিও হবে ভয়াবহ বলে সতর্ক করেছে তেহরান।

এদিকে, জিব্রাল্টার কর্তৃপক্ষের কাছে আটক ইরানি ট্যাঙ্কারটি ছেড়ে দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্যাংকারটিকে যে কোনো ধরনের সহযোগিতা দেয়া থেকে বিরত থাকতে গ্রিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানি সুপার ট্যাংকারটির মুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বলেন, তেলবাহী জাহাজটির মুক্তি পাওয়া অত্যন্ত দুঃখজনক।

তেলবাহী ট্যাঙ্কার মুক্ত হওয়ার পর ইরান আলোচনায় বসতে আগ্রহী হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশা প্রকাশ করলেও তাতে পানি ঢেলে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

সোমবার (১৯ আগস্ট) হেলসিংকিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জারিফ বলেন, নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে মোটেই আগ্রহী নয় ইরান।

জাভেদ জারিফ বলেন, চুক্তি থেকে যুক্তরাষ্ট্রই আগে সরে গেছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্র নিজেও ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। কাজেই মার্কিন সরকারকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগে ওই প্রস্তাব বাস্তবায়ন করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.