248077

৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার ধর্ষণ মিটমাটে

ডেস্ক রিপোর্ট : কিছু দিন আগে তথ্য প্রমাণের অভাবে লাস ভেসাসের হোটেলে ক্যাথেরিন মায়োরগা নামের এক নারীকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রোনালদো।

এবার জানা গেছে, ওই নারীর মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থকড়ি দিতে হয়েছিল রোনালদোকে। নিজেই জানালেন এই তথ্য।

২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে রোনালদোর দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন বলে ঘটনার ৯ বছর পর, ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে তারকা এই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন মায়োরগা। কিন্তু প্রমাণের অভাবে রোনালদোকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের আদালত।

পরে রোনালদোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে বসেন মায়োরগা। আর তারপরই টাকা দেয়ার কথা স্বীকার করে নেন রোনালদো। আদালতে মায়োরগার মামলা খারিজ করে দিতে বলেছেন রোনালদোর আইনজীবীরা।

আদালতে লিখিতভাবে রোনালদো জানিয়েছেন, মায়োরগাকে মামলা মিটমাট করার জন্য ২০১০ সালে তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দেয়া হয়েছিল। তাতে মায়োরগা রাজিও হয়েছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.