248243

চুক্তি থেকে বেরিয়েই যুক্তরাষ্ট্রের মিসাইল পরীক্ষা

অনলাইন সংস্করণঃ- পরমাণু অস্ত্র রোধের চুক্তি আইএনএফ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নেওয়ার কয়েক সপ্তাহ পর মাঝারি পাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পেন্টাগন জানিয়েছে, রোববার ক্যালিফোর্নিয়ার উপকূলে সফলভাবে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

এই খবর শোনার পর রাশিয়া এবং চীন ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এমন মনোভাব সামরিক সংঘাত আরও বাড়াবে।

‘রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে’ এমন অভিযোগ তুলে ২ আগস্ট নিজেদের সরিয়ে নেয় আমেরিকা। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি ভেঙে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে অস্ত্র প্রতিযোগিতা চরম আকার ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চুক্তিতে যে পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের কাছে তথ্যপ্রমাণ আছে যে রাশিয়া সেগুলো তৈরি করছে। তার মধ্যে রয়েছে ৫০০ কিলোমিটার থেকে ৫, ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র।

গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রশাসন রাশিয়াকে ৬০ দিনের সময় দিয়েছিল চুক্তির শর্ত মেনে চলার জন্য। তারা হুঁশিয়ার করে দিয়েছিল যে অন্যথায় ওয়াশিংটনও এই চুক্তি মেনে চলতে বাধ্য থাকবে না।

যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে এটি স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালে। অস্ত্র নিয়ন্ত্রণের এই চুক্তিতে সব ধরনের পরমাণু অস্ত্র এবং স্বল্প ও মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।

রাশিয়ার এসএস-টোয়েন্টি ক্ষেপণাস্ত্র মোতায়েনে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রও ক্রুজ মিসাইল স্থাপন করেছিল। এই ঘটনা ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়।

 

সূত্র খবর বিবিসিরঃ

পাঠকের মতামত

Comments are closed.