251785

কুকুর নিয়ে অভিযোগ জানানোর জেরে বন্দুক নিয়ে ধাওয়া (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- রাজধানীর মাদারটেকে মসজিদ কমিটির সদস্যরা কুকুর নিয়ে অভিযোগ জানাতে গেলে তাদের অস্ত্র (পাখি মারার এয়ারগান) নিয়ে ধাওয়া করেন লিটন খান নামের এক ব্যক্তি। কয়েকজন ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শুক্রবার মাদারটেকের সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, লিটন খানের বাসার পাশেই স্থানীয় মসজিদ। তার কুকুরগুলো মাঝে মধ্যেই মসজিদের ভেতরে ঢুকে যায়। এ ছাড়া, নামাজ পড়তে আসা ব্যক্তিদেরও বিরক্ত করে। এ নিয়ে অভিযোগ জানাতে গেলে মসজিদ কর্তৃপক্ষকে অস্ত্র নিয়ে ধাওয়া করেন লিটন খান।

সবুজবাগ থানা-পুলিশ জানিয়েছে, লিটনের বহন করা অস্ত্রটি একটি এয়ারগান। তিনি মানসিকভাবে অসুস্থ ও সিঙ্গাপুর প্রবাসী। সাত দিন আগে ওই গলিতে একটি ভাড়া বাসায় ওঠেন। তার বাসায় চারটি বিদেশি কুকুর আছে।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বলেন, শুক্রবার দুপুরে মসজিদ কমিটির সদস্যরা কুকুরগুলোকে সামলে রাখার জন্য আলোচনা করতে লিটনের বাসায় যান। লিটন খান তখন বাড়ির নিচেই ছিলেন। কথা বলার একপর্যায়ে উভয় পক্ষ তর্কে জড়ান। হাতাহাতির ঘটনাও ঘটে। পরে মসজিদ কমিটির সদস্যরা চলে যেতে চাইলে লিটন বাসা থেকে একটি পাখি মারার নষ্ট এয়ারগান বের করে তাদের ধাওয়া করেন। সে ভয় দেখাতে এমনটি করেছে উল্লেখ করে ওসি আরও জানান, লিটন মানসিকভাবে অসুস্থ।

শুক্রবার রাত সোয়া ১২ টায় লিটনকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে লিটনের ওই অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ।

https://www.facebook.com/shahriar.khan.5/videos/2912080118822116/

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.