254361

পেঁয়াজ-রসুন ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে থাকে, জেনেনিন

ডেস্ক রিপোর্ট : হযরত জাবির (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খাবে, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ বাড়িতে বসে থাকে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি পেঁয়াজ, রসুন খাবে সে যেন কখনোই আমাদের মসজিদ পানে না আসে। কেননা বনী আদম যাতে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পায়।

হযরত ওমর (রা.) একদা জুমার খুৎবায় বলেছিলেন, হে লোক সকল! তোমরা দু’টি গাছ খেয়ে থাকো। আমি ওই দু’টিকে কদর্য ছাড়া অন্য কিছু মনে করি না। সে দু’টি হচ্ছে পেঁয়াজ ও রসুন। কেননা আমি রাসূলুল্লাহ (সা.) দেখেছি ‘কারও মুখ থেকে তিনি এ দু’টির গন্ধ পেলে তাকে মসজিদ থেকে বের করে দেয়ার নির্দেশ দিতেন। কামাল পাশা চৌধুরী ফেসবুক ওয়াল থেকে

পাঠকের মতামত

Comments are closed.