254579

আসিম ওমর দক্ষিণ এশিয়ার আল-কায়েদা নেতা আফগানিস্তানে নিহত

ডেস্ক রিপোর্ট : আল-কায়েদার এই শীর্ষ নেতা গত মাসে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এই তথ্য জানায়। বিবিসি, আল জাজিরা, ডন।

২০১৪ সাল থেকে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা সংগঠনের যাত্রা শুরু হলে তখন থেকেই আসিম ওমর সংগঠনটির শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৩ সেপ্টেম্বর হেলমান্ড প্রদেশের মুসা কালায় তালেবানদের বিরূদ্ধে অভিযানে ৪০ জন বেসামরিক ব্যক্তির সাথে তিনিও নিহত হন।

মঙ্গলবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা দপ্তর (এনডিএস) ওই আল-কায়েদা নেতার নিহত হওয়ার কথা প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং আল কায়েদার তরফ থেকে তার নিহতের খবর নিশ্চিত করা হয়নি। এনডিএস আরো জানায়, ওমর পাকিস্তানের নাগরিক। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে তার জন্ম ভারতে।

তবে তালেবানরা তার নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তালেবানদের এক মুখপাত্র জানায়, এই অভিযানে শুধু বেসামরিক ব্যক্তিরাই নিহত হয়েছে।

মঙ্গলবার টুইটারে প্রকাশিত এনডিএস-এর এক বিবৃতিতে জানা যায়, ওই অভিযানে আসিম ওমরের সঙ্গে আল কায়েদার আরও ছয় সদস্য নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি। বিবৃতির সাথে আসিম ওমরের জীবিত ও মৃত অবস্থার দুটি ছবিও প্রকাশ করেছে এনডিএস। তবে এই মৃতদেহে কী ধরনের আঘাত বা জখম হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

পাঠকের মতামত

Comments are closed.