254657

তিউনিশিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী নাবিল কাউরি নির্বাচনের মাত্র ৪ দিন আগে কারাগার থেকে মুক্তি পেলেন

ডেস্ক রিপোর্ট : তিউনিশিয়ায় আগামী রোববার দ্বিতীয় দফায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী কাউরিকে বুধবার কারাগার থেকে মুক্তি দিয়েছে দেশটির আদালত। বিবিসি, আল জাজিরা।

অর্থ কেলেঙ্কারি এবং কর জালিয়াতির অভিযোগে গত মাসে কাউরিকে আটক করা হয়েছিল। তিউনিশিয়ার আপিল বিভাগ তার আটকাদেশ বাতিল করেছে। বুধবার মুক্তি পেলেও তিনি এখনও বিভিন্ন অভিযোগের মুখোমুখি হচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। তবে মামলার চূড়ান্ত রায়ের তারিখ এখনও নির্ধারণ হয়নি।

২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদীন বেন আলীর পতনের পর এটি তিউনিশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। সমালোচকরা বলছে কাউরির আটকের বিষয়টি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।

তিউনিশিয়ার নির্বাচন কমিশন জানান, রোববার নির্বাচনে যদি কাউরি হেরে যায় তাহলে সুষ্ঠু নির্বাচনী প্রচারের অনুমতি না পাওয়ায় এই ফলাফলের জন্য তিনি আদালতে আবেদন করতে পারবেন।

এই নির্বাচনে কাউরির প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন কায়েস সাইয়্যেদ। রোববার বিজয়ী প্রেসিডেন্টকে ৫ বছর মেয়াদে দেশ পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হবে।

পাঠকের মতামত

Comments are closed.