254701

আমার আব্বার জীবনের শেষ স্বপ্ন অপূর্ণ থেকে গেলো ড. মুহাম্মদ ইউনূসের বেঈমানীর জন্য

উচ্চ সুদহারে গরিবদের ঋণ দিয়ে তাদের আরও ঋণগ্রস্ত করা ক’জনরেইবা কি এমন ভাগ্য পরিবর্তন হলো? যে গরিব ছিলো সে তেমনই থাকলো। মাঝখান থেকে ইউনূস ও তার বিজনেস বনে গেলো বিপুল বিত্তশালী। the enormous rhetoric of the 2005 G8s promise to make poverty history with the reality of its utter failure to do so with a shortfall in pledges of $20 billion.

এই মুহম্মদ ইউনূসের বেঈমানীর জন্য আমার আব্বার জীবনের শেষ স্বপ্ন অপূর্ণ থেকে গেলো। আমার আব্বা, ইঞ্জিনিয়ার মহিবুল মজিদ, জীবনের শেষ প্রান্তে এসে তার মেধা ও প্রকৌশলী দক্ষতা দিয়ে প্রস্তুত করেছিলেন একটা খড়ি Cost Housing প্রজেক্ট নিম্ন আয়ের মানুষদের জন্য পাকা, কনক্রিটের আবাসস্থল যেটা অল্প খরচে, সামান্য আয়াসে মেয়েমানুষেরা নিজে নিজেই তৈরি করতে পারবে।

চুক্তি হলো গ্রামীণ ব্যাংকের সঙ্গে একটা পুরো গ্রাম বানানো হবে এই নতুন ডিজাইন দিয়ে। আব্বা বেশ কতোগুলো নমুনা ঘর তৈরি করলেন, একগুচ্ছ মহিলাকে প্রশিক্ষণ দিলেন সব নিজের টাকা খরচ করে। শেষমেশ প্রায় বিনা অজুহাতে ভ- ইউনূস চুক্তি ভঙ্গ করলেন। আব্বার অমন সুন্দর প্রজেক্ট আর দিনের আলো দেখলো না। ভগ্ন মনোরথে আব্বা বিদায় নিয়েছেন দুনিয়া থেকে ১৩ অক্টোবর ২০০১। ফেসবুক থেকে

পাঠকের মতামত

Comments are closed.