254794

সাতমাথা যুক্ত সাপের খোলস পাওয়া গেলো ভারতে (দেখুন ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ভারতের কর্ণাটকের কণকপুরার একটি গ্রামে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বহু মানুষ। কারণ সেখানে নাকি এমন একটি সাপের ফেলে যাওয়া খোলস মিলেছে যার থেকে মনে করা হচ্ছে খোলসছাড়া ওই সাপটি সাত মাথার। এই সময়

সাত-মাথাযুক্ত সাপের ধারণাটি হিন্দু পুরাণের সঙ্গে জড়িত। একটি মন্দিরের কাছে এই সাপের খোলস মেলায় স্থানীয়দের মধ্যে আরও জল্পনা ছড়িয়েছে। হু হু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় ওই ‘সাত-মাথাওয়ালা’ সাপের খোলস দেখতে অন্যান্য গ্রামের লোকেরা ছুটে আসছেন কর্ণাটকের মারিগৌদানা ডোড্ডি গ্রামে। কেউ কেউ আবার এই আশ্চর্য্য খোলস দেখে এর চারপাশে সিঁদুর ও হলুদ দিয়ে পুজো অর্চনাও শুরু করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ৬ মাস আগে এই গ্রামে একই রকম সাপের খোলস পাওয়া গিয়েছিলো এবং সেখানে সেটিকে পুজো করার জন্য একটি মন্দিরও তৈরি করা হয়েছিলো। গত মে মাসে সেখানে এই ঘটনা ঘটেছিলো এবং সেই সময়ও সেই সাপের খোলসের ভিডিওগুলিও অনলাইনে ভাইরাল হয়েছিলো। মন্দির থেকে প্রায় দশ ফুট দূরে বালাপ্পা নামে একটি মাঠে ওই সাত-মাথাযুক্ত সাপের চামড়া পাওয়া গেছে।

সাত-মাথাযুক্ত সাপের বহু ঘটনা বহু বছর ধরে প্রচলিত এবং কোনওটিই সত্য হিসাবে প্রমাণিত হয়নি। ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট স্নোপসের মতে, পলিসেফালি বা একাধিক মাথা থাকার এই ঘটনা কোনও কোনও প্রাণীর মধ্যে দেখা যায়। তবে, ট্রাইসফ্লাইয়ের (তিন-মাথাযুক্ত) প্রাণিই যেখানে খুব বিরল, সেখানে তিনটির বেশি মাথা নিয়ে জন্মানো প্রাণি এখনও পর্যন্ত কেউ নিজের চোখে দেখেনি।

পাঠকের মতামত

Comments are closed.