254966

৩৮টি দেশে শিশুদের পর্নো ছবি তৈরি ও ভিডিও প্রকাশে শতাধিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : তদন্তকারীরা বলছে, শিশুদের পর্ণো ছবি এবং ভিডিও বাজারজাত করার দায়ে বুধবার বিভিন্ন দেশ থেকে ৩৩৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুলিশ ২৩ জন শিশুকে উদ্ধার করেছে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা বিবিসিকে এই তথ্য জানায়। বিবিসি, ডব্লিউআইওএন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ‘ওয়েলকাম টু ভিডিও’ সাইটটি দক্ষিণ কোরিয়া থেকে পরিচালিত হতো। সাইটটিতে আট টেরাবাইট জায়গা রয়েছে যেখানে কয়েক হাজার ভিডিও ফুটেজ রাখা যেত। সাইটির প্রধান দক্ষিণ কোরিয়ার জং উ সন (২৩), তিনি এখন কারাগারে বন্দী রয়েছেন।
সাইটটিতে ২ লাখেরও অধিক পর্ণো ভিডিও রয়েছে এবং এসব ভিডিও ডাউনলোড হয়েছে কয়েক লাখ। গত বছর যুক্তরাজ্য শিশুদের যৌনকাজে ব্যবহার তাদের পর্ণো ভিডিও প্রকাশ করার বিষয়টি তদন্ত করে সাইটটি বন্ধ করে দিয়েছিল।

দেশটির জাতীয় অপরাধ সংস্থা জানায়, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশ থকে এসব অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, পর্ণো ছবি এবং ভিডিও প্রকাশ করার ক্ষেত্রে এই সাইটটির অবস্থান শীর্ষে রয়েছে।

জাতীয় অপরাধ সংস্থার প্রধান নিক্কি হল্যান্ড জানান, শিশুদের পর্ণো ভিডিও প্রকাশে অভিযুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

Comments are closed.