255107

কোনো টাইগার ১০০ বলের টুর্নামেন্টে দল পাননি

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১১ বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কেউই দল পাননি। তালিকায় নেই গেইল-মালিঙ্গার মতো বড় তারকারাও। তবে নেপাল-আফগানিস্তানের খেলোয়াড়রা দল পেয়েছেন।

তালিকায় থাকা ১১ জন হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিত্তি মূল্য ছিল ১ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা ১ কোটি ৭ লাখ টাকারও বেশি। পেসার মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)। মুশফিক, লিটন, ইমরুলের ভিত্তি মূল্য ছিল ৪০ হাজার পাউন্ড (৪৩ লাখ টাকা)। তাসকিন, আবু হায়দার, মিঠুন, মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনের কোনো ভিত্তি মূল্য ছিল না।

দলগুলো হলো ট্রেন্ট রকেটস, সাউদার্ন ব্রেভ, নর্দান সুপারচার্জার্স, ওয়েলস ফায়ার, ওভাল ইনভিন্সিবল, ম্যানচেস্টার ওরিজিনাল, লন্ডন স্পিরিট ও বার্মিংহাম ফোনিক্স। ২০২০ সালের জুলাইয়ে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.