255097

পৃথিবীর মতো প্রাণীর বাসযোগ্য গ্রহের অনুসন্ধানে বিজ্ঞানীরা এক ধাপ এগিয়ে

ডেস্ক রিপোর্ট : যখন মহাবিশ্বে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানে ব্যস্ত বিজ্ঞানীরা, ঠিক তখন এ বিষয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন একদল গবেষক। তারা বলছেন, মহাবিশ্বে পৃথিবীর মতো শিলায় গঠিত গ্রহের সংখ্যা অনেক। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অর্থায়নে করা এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। সায়েন্স সাময়িকীতে শুক্রবার লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএলএ) জ্যোতির্বিদ ও ভূ-রসায়নবিদদের একটি দলের করা গবেষণাপত্রটি প্রকাশিত হয়। যুগান্তর, সায়েন্স ডেইলি

গবেষণা দলের প্রধান আলেক্সান্দ্রা ডয়েল বলেন, আমরা বিভিন্ন নক্ষত্রের শিলা নিয়ে পরীক্ষা করেছি। শিলাগুলোর গঠন, প্রকৃতি ও অনেক উপাদান পৃথিবীর শিলার মতোই। সৌরজগতের বাইরের গ্রহগুলোতেও একই অবস্থা। তবে সময়ের পরিক্রমায় সেখানকার পরিবেশ বদলে গেছে। বর্তমানে অনেক গ্রহেই হাইড্রোজেন ও হিলিয়ামের প্রাধান্য থাকলেও শিলাখণ্ড প্রমাণ করে সেখানে একসময় অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, সিলিকন, ম্যাগনেশিয়ামের উপস্থিতি ছিলো। অনেক গ্রহে এখনও নানা ধাতু ও রূপান্তরিত শিলার অস্তিত্ব মেলে।

গবেষকরা বলছেন, তাদের এই আবিষ্কার প্রাণীর বাসযোগ্য গ্রহের অনুসন্ধানে বিজ্ঞানীদের আরও একধাপ এগিয়ে দেবে।

এমআই/এসবি

পাঠকের মতামত

Comments are closed.