255265

আত্মীয়-বন্ধুর লালসার শিকার ৯৫% নারীই! এমন চাঞ্চল্যকর তথ্য ভারতের ক্রাইম রিপোর্টে

ডেস্ক রিপোর্ট : ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে মধ্যপ্রদেশে (৫,৫৬২)। যার মধ্যে ৯৭.৫% ক্ষেত্রে ধর্ষককে চিনতেন নির্যাতিতা।এমনই চাঞ্চল্যকর তথ্য ২০১৭-র ক্রাইম ব্যুরো রিপোর্টে। সোমবার প্রকাশিত রিপোর্টে এমনই তথ্যের উল্লেখে জোর আলোচনা শুরু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ৩০,২৯৯টি ধর্ষণের ঘটনায় ৩১৫৫টি ক্ষেত্রে অভিযুক্ত পরিবারের সদস্য ছিল। ১৬,৫৯১টি ঘটনায় অভিযুক্ত পারিবারিক বন্ধু, সহকর্মী, প্রতিবেশী বা অন্য কোনও পরিচিত ছিল। ১০,৫৫৩টি মামলায় অভিযুক্ত নির্যাতিতার বন্ধু বা অনলাইন বন্ধু, লিভ-ইন পার্টনার বা বিবাহবিচ্ছেদ হওয়া স্বামী ছিল বলে জানা গেছে।

সবচেয়ে বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে মধ্যপ্রদেশে (৫,৫৬২)। যার মধ্যে ৯৭.৫% ক্ষেত্রে ধর্ষককে চিনতেন নির্যাতিতা। রাজস্থানেও ৩৩০৫টি অভিযোগের মধ্যে ৮৭.৯% ক্ষেত্রে পরিচিতের দ্বারা ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রেও ৯৮.১% ক্ষেত্রে বন্ধু, আত্মীয় বা পরিচিতের দ্বারা ধর্ষণের অভিযোগ উঠেছে। মণিপুরেও ২০১৭ সালে যে ৪০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত নির্যিতিতার পরিচিত।

প্রসঙ্গত, ২০১৫-তে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর তথ্যে জানা গিয়েছিল, ধর্ষণের ঘটনায় ৯৫% অভিযুক্তই নির্যাতিতার পরিচিত ছিল।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

পাঠকের মতামত

Comments are closed.