255492

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে শীর্ষ ধনীর মুকুট হারালেন বেজোস

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন জেফ বেজোস।২০১৮ সালে শীর্ষস্থান দখল করেছিলেন বেজোস। আমেরিকান এ উদ্যোক্তা বিশ্বের সেরা অনলাইন শপ আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ওয়াশিংটন পোস্টের বর্তমান মালিক।

সেসময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। এ বছর এপ্রিলে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় তার স্ত্রীকে নিজের সংস্থার ৩৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়েছে। যার ফলে বিশ্বসেরা ধনীর খেতাবটি তার আর রইল না।

আবারও পৃথিবীর সেরা ধনীর খেতাব নিজের করেছেন বিল গেটস। জেফ বেজোসকে টপকে এ খেতাব অর্জন করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এই মুহূর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস।

পাঠকের মতামত

Comments are closed.