256477

কন্যাসন্তান জন্মালেই ১১১টি গাছ লাগানো হয় এই গ্রামে

ভারতীয় উপমাহাদেশে সবসময়ই কন্যাসন্তানদের অবহেলার চোখে দেখা হয়েছে প্রাচীনকাল থেকে। এমনকি এই আধুনিক যুগেও অনেক জায়গার দৃষ্টিভঙ্গি একই রয়ে গেছে। কিন্তু এর মধ্যেই উজ্জ্বল ব্যতিক্রম ভারতের রাজস্থান প্রদেশের পিপলান্তারি গ্রাম। এই গ্রামের কন্যাসন্তানদের সমাদরই অন্যরকম।

মানুষ চাইলে কি না পারে তার উদাহরণ এই গ্রাম! এই গ্রামে কন্যাসন্তান জন্মালেই গ্রামবাসীরা সবাই মিলে ১১১টি ফল০ গাছ লাগান শিশুটির সম্মানার্থে।

পাশাপাশি গ্রামবাসীরা একসঙ্গে মিলে ২১ হাজার টাকা এবং শিশুটির পরিবারের থেকে ১০ হাজার টাকা নিয়ে, সব মিলিয়ে ৩১ হাজার টাকা ২০ বছরের জন্যে মেয়েটির নামে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়। শর্ত হিসাবে থাকে, তাদের মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তারা তাকে বিয়ে দেবেন না। পাশাপাশি চুক্তিপত্রে উল্লেখ থাকে মেয়েকে পড়াশোনা শেখানোর দায়িত্ব ও মেয়ের জন্মের পর লাগানো ১১১টি গাছের যত্নও তাঁরা নেবেন।

পাঠকের মতামত

Comments are closed.