256510

কারিনা কাপুর টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন

ডেস্ক রিপোর্ট : আগামী বছর অক্টোবর অস্ট্রেলিয়ার মাঠে পর্দা উঠবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দেশে বছরের শুরুতে ফেব্ররুয়াতি শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষ ও নারী দুই টুর্নামেন্টের ট্রফিই উন্মোচন করেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌতির বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

মেলবোর্নে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রফি দুটি উন্মোচন করেন কারিনা। প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এই সন্ধ্যায় মর্যাদাপূর্ণ এরকম একটা ইভেন্টের অংশ হতে পেরে আমি ধন্য। যেসব নারী নিজেদের স্বপ্ন পূরণের জন্য নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বকাপে তাদের সকলকে আমি উদ্বুদ্ধ করতে চাই। নারীর ক্ষমতায়নের এটা একটা আন্তর্জাতিক মঞ্চ। সবার কাছে তারা অনুপ্রেরণা।’

তিনি আরো বলেন, ‘আমার প্রয়াত শ্বশুর ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন। বিশ্বকাপের ট্রফি উন্মোচন করাটা আমার জন্য সম্মানের।’

আগামী বছরের ২১ ফেব্রুয়ারিতে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। দশ দলের এই প্রতিযোগিতায় আছে বাংলাদেশও।
একই বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়াতেই বসবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তাতে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের হয়ে।

পাঠকের মতামত

Comments are closed.