256601

ধেয়ে আসছে উল্কা, হুমকির মুখে পৃথিবী!

সৌরজগতে ছড়িয়ে আছে নানা বিপদ। সূর্যের চারদিকে চক্কর কাটতে থাকা পৃথিবীকে পাশ কাটিয়ে যায় কত উল্কা। এমনই এক উল্কার আঘাতে পৃথিবী থেকে মুছে গিয়েছিল ডাইনোসরের মতো বৃহদাকার জীব, হুমকির মুখে পড়েছিল সমস্ত জীবজগত।

তেমনি এক উল্কা আবার ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই উল্কা আঘাত করলে পৃথিবী থেকে মুছে যেতে পারে মানবসভ্যতা। তবে বিজ্ঞানীদের মতে এটা পৃথিবীতে আঘাত হানবে না, সামান্য দূর দিয়ে পাশ কাটিয়ে যাবে। আগামী ২০ ডিসেম্বর ৩৭ লাখ মাইল দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে ২১৬২৫৮ ২০০৬ ডব্লিউ এইচ ওয়ান নামের এ উল্কাটি। এটি প্রায় পাঁচশ’ মিটার চওড়া।

পাঠকের মতামত

Comments are closed.