256583

বাংলাদেশ সবসময়ই আমাদের চাপে ফেলে : রোহিত

স্পোর্টস ডেস্কঃ একটা সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল এশিয়ার দুই দল-ভারত আর পাকিস্তানের। সে সময় এই লড়াইয়ের জন্য উম্মুখ হয়ে থাকতেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। দিন বদলেছে। পাকিস্তানের বদলে যেন এখন ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ।

ভারত-পাকিস্তান লড়াই এখন একপেশে হয়। বরং জমজমাট হয় ভারত আর বাংলাদেশের লড়াইগুলো। গত কয়েক বছরের পরিসংখ্যানই সেই সাক্ষ্য দিচ্ছে। ভারতকে সহজে ছাড় দিচ্ছে না টাইগাররা। হারলেও লড়াই করে হারছে।

সর্বশেষ ভারতের মাটিতে টাইগাররা টি-টোয়েন্টি খেলেছে ২০১৬ সালের বিশ্বকাপে। সেখানে মাত্র ১ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। অথচ ম্যাচটি জেতার কথা ছিল তাদেরই। শেষ ৩ বলে দরকার ছিল মাত্র ২ রান। তীরে এসে তরী ডুবেছে ছোট্ট ভুলে। এরপর নিদাহাস ট্রফির ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মুহূর্তে হেরে যায় টাইগাররা।

রোহিত এই লড়াইগুলো মাঠে থেকেই দেখেছেন। নিদাহাস ট্রফিতে তো অধিনায়ক ছিলেন তিনিই। বাংলাদেশকে তাই ভালো দল বলতে বিন্দুমাত্র কার্পন্য নেই ভারতীয় দলপতির। টাইগাররা যে সবসময়ই ভারতকে চাপে রাখে, সেটাও স্বীকার করে নিলেন মারকুটে এই ওপেনার।

রোহিত বলেন, ‘বাংলাদেশ খুব খুবই ভালো দল। গত কয়েক বছর ধরে তারা কিভাবে পারফর্ম করছে আমরা দেখেছি। শুধু ঘরে নয়, বাইরেও তারা ভালো খেলছে। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সবসময়ই আমাদের চাপে রাখে। এই দলটাকে (অন্য বড় দল থেকে) আলাদা করে দেখার উপায়ই নেই।’

যদিও ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ। তবে অতীতে যখন জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অনেকবার, এবার সেই আক্ষেপ ঘুচতেই পারে। আশাবাদি হতেই পারে টাইগার ভক্ত-সমর্থকরা।

পাঠকের মতামত

Comments are closed.