256599

বেবি ফ্যাক্টরি: নারীদের ধরে এনে সন্তান ‘উৎপাদন’ করা হয় যেখানে

‘আমরা কেবল রাতেই পুরুষদের সঙ্গে ঘুমাতাম। সেখানে থাকাকালীন সময়ে গ্রাহকরা কেবল রাতে আমাদের সঙ্গে থাকত। এসময় হ্যাপিনেস জানান, সাত পুরুষের সঙ্গে ঘুমানোর পর আমি জানতে পারি মা হতে চলেছি। আমাকে যদিও বলা হয়েছিল, প্রসবের পরে আমাকে টাকা দেয়া হবে। এমনকি আমি চাইলে সেখান থেকে চলেও আসতে পারি। বর্তমানে আমার গর্ভাবস্থার ছয়মাস চলছে,’ পুলিশ উদ্ধার করার পর এভাবেই নাইজেরিয়াতে ‘বেবি ফ্যাক্টরি’তে আটক এক নারী নিজের অভিজ্ঞতার কথা বললেন।

নাইজেরিয়ার একটি বড় শহর লাগোসে একটি সিন্ডিকেট নারীদের বন্দি করে সন্তান উৎপাদনের কাজে লাগাচ্ছিল। তারা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে আটকে রাখত। প্রথমে আটক নারীকে দিয়ে পতিতাবৃত্তি করানো হত। পরবর্তীতে গর্ভবতী হলে সন্তান প্রসবের পর সেই সন্তান উচ্চ মূল্যে নির্দিষ্ট ক্রেতাদের কাছে বিক্রি করা হত।

একই এলাকায় গর্ভবতী নারীদের প্রয়োজনীয় সরঞ্জাম অস্বাভাবিক বিক্রি হতে দেখে নাইজেরিয়ান পুলিশ সন্দেহবশত তদন্ত শুরু করে। তারপর বেরিয়ে আসে এই বেবি ফ্যাক্টরির ইতিবৃত্ত। পুলিশ সেখান থেকে ১৯ জন গর্ভবতী নারীকে উদ্ধার করেছে।

পাঠকের মতামত

Comments are closed.