256833

নারায়ণগঞ্জে চারতলা ভবন ধসে এক শিশু নিহত, আহত ৭

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় এইচএম ম্যানশন নামে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। এতে এক স্কুলছাত্র ও সাতজন আহত হয়েছেন।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ভবনটির মালিক আজহারুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। নিহত শোয়েব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও বাবুরাইল ব্যাপারী পাড়ার সানরাইজ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে আহতদের পরিচয় জানা জায়নি।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, তার ছেলে ওয়াজিদ ওই ভবনের এক নারীর কাছে আরবি পড়তে যায়। তার ছেলে এখনো আটকা রয়েছে। তবে ভেতরে আর কেউ নেই বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রুবেল আরো জানান, ভবনটি পাইলিং ছাড়াই একটি ডোবার ওপর নির্মাণ করা হয়েছে। রাজউকের অনুমতিও নেয়া হয়নি। ছিল না কোনো ফাউন্ডেশনও। তিনতলা ভবনের ওপর আরো এক তলা করায় এ ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ঘটনার পর পরই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সন্ধ্যার পর উদ্ধারে কিছুটা ব্যাহত ঘটলেও অভিযান সক্রিয় রাখতে বিশেষ লাইটের ব্যবস্থা করা হয়। ভবনটির পাশের বাড়ি থেকে সবাইকে সরানো হয়েছে। বাড়িটিও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে নিহতের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দিয়েছেন সদর ইউএনও নাহিদা বারিক। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.