256961

মানুষ জয় ভুলে যায়, মনে রাখে হার : মুশফিক

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দূর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল।

২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১ রানে হারে বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচ হেরে যায় বাংলাদেশ দল। শেষ তিন বলে তিন উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় টাইগাররা।

এছাড়াও ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় বাংলাদেশ। তবে এবার সেই ভুল করেনি টাইগাররা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। ম্যাচ জয়ের নায়ক মুশফিকুর রহিম।

৪৩ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলা মুশফিক ব্যাঙ্গালুরুর হার নিয়ে বলেন, ‘বড় একটা ব্যাপার হলো, মানুষ এমন কঠিন পরিস্থিতি থেকে জয়ের পরও সেই ম্যাচের কথা মনে রাখে না। আমরা যদি হারতাম মানুষ ম্যাচটা অনেক দিন মনে রাখতো। ব্যাঙ্গালুরুতে আমরা দুই ওভার আগেই জয়ের পথে চলে এসেছিলাম। এবার উইকেট বিবেচনায় শেষ দুই ওভারে রান তোলা, বাউন্ডারি মারা বেশ কঠিন ছিল।’

পাঠকের মতামত

Comments are closed.