257316

নেইল পলিশ দীর্ঘস্থায়ী হবে যেভাবে লাগালে

ডেস্ক রিপোর্ট : নেইল পলিশ লাগানোর আগে তাই মেনে চলুন কিছু বিষয়। নেইল পলিশ ব্যবহার করার আগে নখ খুব ভালো করে মুছে নিন। পুরনো শেড নখে না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের স্বাভাবিক তেল উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে মুছে নিন। এরপর ব্যবহার করুন নেইল পলিশ।

ভালো ব্র্যান্ডের নেইল পলিশ কিনুন। অনেকেই কুইক ড্রায়িং নেলপলিশ কেনেন। সে রকম না কেনাই ভালো। কারণ এই ধরনের নেইল পলিশ শুকিয়ে গেলে দ্রুত উঠে যায়। তাই নেইল পলিশ শুকোনোর জন্য একটু সময় দিতেই হবে। এই ধরনের নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়।

নখে নেইল পলিশের প্রথম প্রলেপকে বলা হয় বেস কোট। এরপর আরও দু’বার বা তিনবার নেলপলিশ লাগানো যায়। তবে মনে রাখবেন প্রতিবার রঙের প্রলেপ লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করা ভালো। একটি প্রলেপ পুরো শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন। সবার শেষে দিন টপ কোট। এই আস্তরণ নেইল পলিশ মসৃণ করবে।

শুধু নখ রাঙালেই হবে ন,। নেইল পলিশ পরা নখের যত্নও নিতে হবে। চেষ্টা করবেন নখ ছোট রাখতে। তাতে ঘরে বাইরে কাজে সুবিধা হয়। বড় নখ দেখতে সুন্দর লাগলেও সমস্যা হয় কাজে। তা ছাড়া, নখ ভাঙার প্রবণতা থাকলেও বড় নখের শখ বর্জন করাই বাঞ্ছনীয়।

পায়ের তুলনায় হাতের আঙুলের নখ থেকে নেইল পলিশ দ্রুত উঠে যায়। তাই কাপড় ধোয়া, বাসন মাজার মতো কাজ করার সময় সম্ভব হলে গ্লাভস পরুন।

তারপরেও নেইল পলিশ উঠতে শুরু করলে রিমুভার দিয়ে পুরোটা তুলে নখ পরিষ্কার করে আবার নখ রাঙান। তবে সবসময় নখে নেইল পলিশ লাগিয়ে রাখবেন না। এতে নখ নষ্ট হয়ে যায় দ্রুত।

পাঠকের মতামত

Comments are closed.