257697

‘যৌ’ন হতাশ প্রাণী’তে ভরে গেছে দেশ: সালমান মুক্তাদির

বাংলাদেশ ‘অনিরাপদ যৌ’ন হতাশ প্রাণহীন প্রাণী’ দিয়ে ভরে গেছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির। মঙ্গলবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান একটি স্ট্যাটাসে এই মন্তব্য করেন। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে দেয়া হল।

সালমান মুক্তাদির বলেছেন, ‘আমি একটা কথা কখনো জনসম্মুখে বলিনি। আমার অনেক ক্লোজ যারা শুধু তারা জানে। কিন্তু আমি মনে করি, এটি এখন আর কিছু যায় আসে না। এটি সম্পর্কে আর কোনো লুকানোর বা ব্যাখ্যা দেয়ার কিছু নেই। আমি ঘৃণা করি, বাংলাদেশ কিভাবে এমন হয়। এখানে কোনো আশা দেখি না। মানুষ অকারণে আবেগপ্রবণ। আমরা অন্ধভাবে মনগড়া ধর্মীয় ও সংস্কৃতিতে বিশ্বাসী, যা ধর্ম কখনো বলে না। রাজধানী ঢাকা ঘৃণা আর নেতিবাচকতায় ভরে যাচ্ছে। আমি বলতে পারি, অন্যান্য শহরও কেমন ভয়ঙ্কর। আপনি চিন্তা করতে পারেন, একটি জাতি কিভাবে লাখ লাখ ভণ্ড ও ঘৃণ্য মানুষে ভরে যায়?আমরা এমন একটা জাতি, যা অনিরাপদ যৌ’ন হতাশাগ্রস্ত প্রাণহীন প্রাণীতে ভরে গেছে।’

পাঠকের মতামত

Comments are closed.