257852

তৃপ্তির জায়গা বলতে আমার মনে হয়, নাঈম ও আমিনুলের পারফরম্যান্স: মাহমুদউল্লাহ

ডেস্ক রিপোর্ট : ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরে ইতিহাস গড়তে পারলো না বাংলাদেশ। শেষ ম্যাচে নাইম শেখের দুর্দান্ত ইনিংস দলকে জয়ের কাছে নিয়ে গেলেও সিনিয়র ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ জেতা হলো না টাইগারদের। ম্যাচ হারলেও নাইমের এ অসাধারণ ইনিংসের কৃতিত্ব দিতে ভুলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে জেতাতে না পেরে নাইমের জন্যই বেশি আক্ষেপ প্রকাশ করেন অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘খুবই দৃষ্টিনন্দন ছিল ওর ইনিংসটা। আমার খারাপ লাগছে ও এত সুন্দর একটা ইনিংস খেলেছে, আমরা ফিনিশ করতে পারিনি। মিডল অর্ডারদের ব্যর্থতা ছিল। এই কারণে আমার হতাশাটা আরও বেশি। আমরা যদি ভালো করে শেষ করতে পারতাম তাহলে ও (নাইম) অনেক কৃতিত্ব পেত।’

নাইমের পাশাপাশি আরেক তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের পারফরম্যান্সেও খুশি রিয়াদ। রিয়াদ বলেন, ‘তৃপ্তির জায়গা বলতে আমার মনে হয়, নাঈম ও আমিনুলের পারফরম্যান্স। আমাদের বোলিং ইউনিটের পারফরম্যান্স খুব ভালো ছিল। মুশফিকের ম্যাচ জেতানো পারফরম্যান্স ছিল।’

তবে এ ধরণের ছোটো ছোটো ব্যক্তিগত নৈপুণ্যে তৃপ্তির চাইতে এক বড় দলীয় অর্জন থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপটাই বেশি হওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের মনে।

পাঠকের মতামত

Comments are closed.