258123

গবাদি পশুর জন্য বীমা পদ্ধতি চালু হলো বাংলাদেশে

ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে চালু করল গবাদি পশুর জন্য বীমা পদ্ধতি। এর ফলে খামারিদের ঝুকি অনেকটাই হ্রাস পাবে।

ফিনিক্স ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের খামারিদের পশু পালনের ঝুঁকি কমানোর জন্য আমরা এই ইনস্যুরেন্স পলিসি চালু করেছি। এর ফলে খামারিদের কোনও ঝুঁকি থাকছে না।

ফিনিক্স ইনস্যুরেন্সে নির্বাহী পরিচালক মো. রফিকুল রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে গবাদি পশু পালনের জন্য একটি উজ্জল ভবিষ্যত রয়েছে। যদি আমরা এই খামারিদের সহায়তা করতে পারি তাহলে আমাদের মাংস ও দুধের চাহিদা মেটাতে সক্ষম হবো।

বর্তমান বছরে পহেলা সেপ্টেম্বর থেকে গবাদি পশুকে বীমার আওতায় আনতে ‘ক্যাটেল ইনস্যুরেন্স পলিসি’ নামে এই প্রকল্প শুরু হয়। এই পলিসির মাধ্যমে ৫ থেকে ৬ বছরের জন্য গবাদি পশুকে বীমার আওতায় আনা হচ্ছে। এই ক্যাটেল ইনস্যুরেন্স পলিসির আইটি সাপোর্ট দিচ্ছে আইটি প্রতিষ্ঠান সূর্যমুখী।

ক্যাটেল ইনস্যুরেন্স পলিসি অন্যতম উদ্যোক্তা ফিনিক্স ইনস্যুরেন্সের ডিজিএম নাহিদ সুলতানা বলেন, পৃথিবীর অধিকাংশ দেশে ক্যাটেল ইনস্যুরেন্স রয়েছে। কিন্তু বাংলাদেশে নেই, তাই এই বিষয়টা নিয়ে আমরা ভাবা শুরু করি। ফিনিক্স ইনস্যুরেন্স ও আইটি ফার্ম সূর্যমুখীর সমন্বয়ের মাধ্যমে এই কাজটি শুরু করা হয়।

পাঠকের মতামত

Comments are closed.