257991

বিতর্কিত জমিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে

ডেস্ক রিপোর্ট : অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে, দুদিন আগেই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এরপর সোমবার সেই জায়গায় মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরির কাজ শুরু করেছে সরকার। ট্রাস্টের বোর্ড গঠনের কাজও শুরু হয়ে গেছে। সরকারী সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আমলারা থাকবেন এই বোর্ডে। জানা গেছে, সতর্কতার সঙ্গে এগোনোর জন্য বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ভালো করে পড়ে নিয়ে, কোন কোন পক্ষকে যোগ করা যাবে তা জানতে বলা হয়েছে। আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের কাছ থেকে আইনী পরামর্শ নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, “কীভাবে ট্রাস্ট গঠন করা হবে, যারা মিলিতভা্বে ঠিকভাবে অযোধ্যায় রামমন্দির গড়ে তুলতে পারবে, সে ব্যাপারে আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের থেকে আইনি পরামর্শ নেয়া হবে। হিসাব করার কাজ চলছে, তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি”।

আরেক কর্মকর্তা বলেন, ‘স্বরাষ্ট্র নাকি সংস্কৃতি মন্ত্রণালয়, কারা ট্রাস্টের সমন্বয়কারী হবে, তা এখনও পরিষ্কার নয়।’

শনিবার সুপ্রিম কোর্ট জানান, বিতর্কিত অংশের ২.৭৭ একর জমি যাবে রাম লালা বা ভগবান রামচন্দ্রের জন্য। ট্রাস্ট তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময়সীমা দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

পাঠকের মতামত

Comments are closed.