258169

গ্রেটা থানবার্গের বিশাল ম্যুরাল উন্মোচন সানফ্রান্সিকোয়

ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলো বিশ্ববাসীকে জানানোর পর সম্প্রতি আলোচনায় এসেছেন ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ আর্জেন্টিনার চিত্রশিল্পী অ্যান্ড্রেস পেট্রেসেলি মঙ্গলবার রাতে সানফ্রান্সিসকোয় একটি ম্যুরাল উন্মোচন করে গ্রেটার চিত্র প্রদর্শন করে। এনডিটিভি, রয়টার্স, দ্য ইকোনোমিস্ট

এই ম্যুরালটির উচ্চতা ৮০ ফুট, প্রস্থ ৩০ ফুট (১৮/৯ মিটার)। ম্যুরালটি উন্মোচনের এক ঘন্টা পর গ্রেটা টুইটারে ঘোষণা দেন, বুধবার তিনি নৌকায় করে যুক্তরাষ্ট্র হতে চলে যাবেন। এরপর ডিসেম্বরে মাদ্রিদে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিমান হতে উচ্চ মাত্রার কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়ে বায়ু দূষণ হয় বলেই তিনি বিমান ভ্রমণ প্রত্যাখ্যান করেছেন।

পেট্রেসেলি জানান, গ্রেটার প্রতিকৃতি বানানো দুষ্কর ছিলো কারণ তিনি রাজনীতি, ধর্ম এবং খেলাধুলা পছন্দ করেন না।
৩২ বছর বয়সী এই চিত্রশিল্পী আরো বলেন, ‘‘আমি মনে করি রাজনীতির সাথে এটি যুক্ত হওয়া দরকার এবং এটিই বাস্তব। আমি যদি আমার অন্যান্য ম্যুরালের সাথে এটিকে তুলনা করি তাহলে এটিই হবে আমার তৈরি অন্যতম একটি রাজনৈতিক ম্যুরাল। ”

সানফ্রান্সিসকোর একটি অলাভজনক প্রতিষ্ঠান ওয়ানএটমোসফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পল স্কট জানান, ‘‘তিনি আশা প্রকাশ করছেন জলবায়ু পরিবর্তন আন্দোলনে বিশ^ব্যাপী তরুণদের প্রভাবিত করতে গ্রেটার এই ছবিটি বিশ্বব্যাপী মানুষের হৃদয়কে ‘স্পর্শ’ করবে।’’

পাঠকের মতামত

Comments are closed.