258286

বাংলাদেশে উড়োজাহাজে এলো সোয়া দুইশ গরু অস্ট্রেলিয়া থেকে

ডেস্ক রিপোর্ট : উড়োজাহাজে করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছে উন্নতজাতের ২২৫টি গরু। তবে গরু এলেও অস্ট্রেলিয়ায় ঢুকতে পারেননি দুই বাংলাদেশি। তারা ঘোষণা না দিয়ে গাছ নিয়ে অস্ট্রেলিয়া ঢুকতে গিয়ে বিপাকে পড়েন এবং তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হয়েছেন। সূত্র: ইত্তেফাক

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গত ৩ নভেম্বর দুই বাংলাদেশি অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে ২১টি গাছের চারা নিয়ে ইমিগ্রেশন শেষ করে বেরুনোর পথে ডগস্কোয়াডের তল্লাশিতে ধরা পড়েন। তাদের সঙ্গে থাকা গাছের ঘোষণা না দেওয়ায় বিষয়টি সেদেশের জৈব সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। তত্ক্ষণাত্ দুই বাংলাদেশির ভ্রমণ ভিসা বাতিল করা হয় এবং পরবর্তী তিন বছরের জন্য তাদের অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নতুন এক আইনে কৃষিক্ষেত্রকে ঝুঁকিমুক্ত রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে সেদেশের সরকার এবং দেশটিতে বাইরের কোনো দেশ থেকে গাছ নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে বুধবার ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ট্রেলিয়ার ২২৫টি গরু নিয়ে আসা এটলাস এয়ার কার্গোর ফ্লাইটটি অবতরণ করে। মেলবোর্ন বিমানবন্দর থেকে এগুলো উড়োজাহাজে উঠে। দীর্ঘ জার্নির পরও গরুগুলো সুস্থ আছে।

জানা গেছে, গরুগুলো এনেছে ইয়নবায়ো সায়েন্স নামে এক প্রতিষ্ঠান। রংপুরের বদরগঞ্জে তারা উন্নত প্রযুক্তির ডেইরি ফার্ম চালু করেছে। এগুলো আমদানির আগে সরকারের অনুমোদন নেওয়া হয়েছিল।

পাঠকের মতামত

Comments are closed.