258274

বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

ডেস্ক রিপোর্ট : ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশ দলের। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এর আগে নয়বার মুখোমুখি হয়েছিলো দুই দল। তার মধ্যে একাবারও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এই নয়বারের দেখায় ভারতের মাঠে মাত্র একটি ম্যাচ খেলেছিলো টাইগাররা। যদিও সেই ম্যাচে ২০৩ রানে হেরেছিলো বাংলাদেশ। আজকের ম্যাচে টস করতে নামেন মুমিনুল হক। দেশের হয়ে ১১তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তার। এই ম্যাচ দিয়ে ভারতের বিরুদ্ধে অধরা জয় খরা মেটাতে চাইবে টাইগাররা।

অন্যদিকে টানা ১৩ ম্যাচে টস জিতার পর আজ ভাগ্য নির্ধারণে হেরেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যদিও এই নিয়ে কোনো ভাবনা নেই তার। টস করার সময় তার বক্তব্য ছিলো টস জিতলে ফিল্ডিংই করতেন তিনি। যদিও ২০১৮ সালের পর থেকে আগে বোলিং করে ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে। আর বাকি ৬ ম্যাচেই হেরেছে তারা।

এই ম্যাচে দুইজন স্পিনার ও দুইজন পেসার নিয়ে মাঠে নেমেছে মুমিনুল বাহিনী।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সাদমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চাতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজাঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

পাঠকের মতামত

Comments are closed.