258427

যে গরুটি গিনেস ওয়ার্ল্ডে নাম লেখালেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাত বছরের একটি গরু। নাম তার পোঞ্চ। মাত্র ৭ বছর বয়সী এই গরুটি এবার বিশ্বরেকর্ড গড়েছে। সম্প্রতি ওই গরুটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠেছে।

জানা গেছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিং’র রেকর্ডে গিনেস ওয়ার্ল্ডে স্থান পেয়েছে গরুটি।

পোঞ্চ-এর একটি শিং থেকে অন্য শিং’র দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি।

এর আগে যে গরুটি গিনেস ওয়ার্ল্ডে ছিল, তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে এই গরু।

আরও জানা গেছে, আগে জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি পোঞ্চকে মাত্র ৬ মাস বয়সে কিনে নিয়েছিলেন। এরপর তিনি তাকে আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। এরপর তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এতই বেড়ে যায়, সকলের নজর পড়ে তার দিকে। তখন তারা মনে করেন, পোঞ্চ গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে পারবে। সেটাই হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.