258433

সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে সাকিবকে বাদ দিলো 

ডেস্ক রিপোর্ট : ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে জুয়াড়ির কথা গোপন রাখায় আইসিসি কর্তৃক সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তাই আগেই জানা ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে খেলতে পারবেন না তিনি। এবার সেটি অফিসিয়ালি জানিয়ে দিলো গত দুই বছরের হয় খেলা সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল সাকিবসহ আরো ৪ চন ক্রিকেটারদের বাদ দিয়েছে হায়দরাবাদ। এছাড়া বাকি দলগুলোও মোট ৭১ জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে।

গতকাল ছিলো আইপিএলের ৮টি দলের প্লেয়ার ধরে রাখা বা ছেড়ে দেবার ডেডলাইন। এই ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ১২৭ জন ক্রিকেটারকে দলে নিশ্চিত করেছে যার মধ্যে ৩৫ জন বিদেশি। আর ছেড়ে দিয়েছে ৭১ জন ক্রিকেটারকে।

সর্বমোট ২০ জন ক্রিকেটার দলে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোয়াডে দৈর্ঘ্য হয়েছে ১৩ জনের। বিরাট কোহলির দলে ১২ জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছে ৫ জন।

যাদেরকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো-

চেন্নাই সুপার কিংস : চৈতন্য বিষ্ণু, ডেভিড উইলি, ধ্রুভ শোরে, মোহিত শর্মা, স্যাম বিলিংস ও স্কট কুগেলেইন।

দিল্লি ক্যাপিটালস : অঙ্কুশ বাইন্স, বান্দারু আয়াপ্পা, ক্রিস মরিস, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, হনুমা বিহারি, জালাক সাক্সেনা, মানজোত কারলা ও নাতু সিং।

কিংস ইলেভেন পাঞ্জাব : অগ্নিবেশ আয়াচি, অ্যান্ড্রু টাই, ডেভিড মিলার, ময়সেস হেনরিকস, প্রভসিমরান সিং, স্যাম কারেন ও বরুন চক্রবর্তী।

কোলকাতা নাইট রাইডার্স : অ্যানরিখ নর্টজে, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস লীন, জো ডেনলি, চারিয়াপ্পা, ম্যাট কেলি, নিখিল নাইক, পীযূষ চাওলা, পৃথ্বী রাজ ইয়ারা, রবিন উথাপ্পা ও শ্রীকান্ত মুন্দে।

মুম্বাই ইন্ডিয়ান্স : অ্যাডাম মিলনে, আলঝারি জোসেফ, বারিন্দার স্রান, বেন কাটিং, বেউরান হেনড্রিক্স, এভিন লুইস, জেসন বেহেন্ড্রফ, পঙ্কজ জাসওয়াল, রাশিক দার ও যুবরাজ সিং।

রাজস্থান রয়্যালস : আরিয়ামান বিক্রম বিরলা, অ্যাশটন টার্নার, ইশ সোধি, জয়দেব উনাদকাট, লিয়াম লিভিংস্টোন, ওশানে থমাস, প্রশান্ত চোপড়া, রাহুল ত্রিপাঠি, সুভাম রঞ্জন, স্টুয়ার্ট বিনি ও সুধেসান মিধুন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : আক্সদ্বীপ নাথ, কলিন ডি গ্র্যান্ডহোম, ডেল স্টেইন, হেইনরিখ ক্লাসেন, হিম্মত সিং, কুলবান্ত খেরজ্রোলিয়া, মার্কাস স্টয়নিস, মিলিন্দ কুমার, নাথান কোল্টার-নিল, প্রয়াস রয় বর্মন, শিমরন হেটমেয়ার ও টিম সাউদি।

সানরাইজার্স হায়দরাবাদ : দীপক হুদা, মার্টিন গাপটিল, রিকি ভুই, সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান।

পাঠকের মতামত

Comments are closed.