258701

‘দুই নারীর দে’হ আমার দোকানে ছিটকে পড়ে’

চট্টগ্রামের পাথরঘাটায় রোববার (১৭ নভেম্বর) গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন সেখান একটি ফার্মেসির কর্মচারী অনুপম ঘোষ। ঘটনার সময় তিনি মাত্র দোকান খুলেছিলেন। অনুপমের চোখেমুখে তখনো আতঙ্ক। কী ঘটেছিল জিজ্ঞেস করলে তিনি গণমাধ্যমকে বলেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। ভ’য়াবহ ঘটনা। মনে করতে চাই না।

ওই ফার্মেসির মালিক যীশু নাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘রিকশায় থাকা দুজন নারীর নিথর দে’হ আমার দোকানের ভেতরে গিয়ে পড়ে। তাঁদের পরিচয় জানি না।’

যীশু নাথ আরও বলেন, ‘কর্মচারী দোকান খুলেছে। আমি একটু দূরে ছিলাম। দোকানে আসছিলাম। হঠাৎ শুনি বিকট শব্দ। কেঁপে ওঠে চারদিক। দৌড়ে গিয়ে দেখি আমার দোকানে ঢুকে গেছে পাশের ভবনের দেয়াল।’

রোববার সকালে পাথরঘাটা এলাকার ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নি’হত হয়েছেন ৭ জন। ১০ জন আ’হত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কাতরাচ্ছেন।

পাঠকের মতামত

Comments are closed.