258682

স্ত্রীর চাকরির জন্য ঢাকায়, লিফটচাপায় স্বামীর মৃত্যু

রাজধানীর মহাখালীতে একটি আবাসিক হোটেলে লিফটের চাপায় ওমর ফারুক (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাখালীর শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নি’হত ওমর ফারুক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীর চাকরির ইন্টারভিউয়ের জন্য তারা এই হোটেলে উঠেছিলেন।

মৃ’ত ফারুকের চাচা শশুর সাইফুর রহমান জানায়, মৃ’ত ফারুক মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার মৌশা গ্রামের সাইদুর রহমানের ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে চট্রগ্রামে থাকতো। সেখানে বিএম এ্যানার্জি বি লিমিটেড নামে একটি বেসরকারী কোম্পানীর জোনাল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

সাইফুর রহমান আরো জানায়, আগামীকাল স্ত্রী রেশমার ঢাকায় একটা চাকরির ইন্টারভিউ ছিল। সেই কারণে আজ সকালে চট্রগ্রামে থেকে ঢাকায় মহাখালী রসুলবাগ শাহিন ইন্টারন্যা’শনাল আবাসিক হোটেলের পাঁচ তলার একটি কক্ষে উঠে। সেখানে দুপুরে লিফটে উঠার সময় চাপায় গুরুত্বর আহত হয়।

পরে সেখান থেকে তাকে প্রথমে মেট্রোপলিটন হাসপাতলে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করে।

পাঠকের মতামত

Comments are closed.