258984

গুজবে লবণ কিনে বাসায় ফেরার আগেই ধরে ফেললেন ইউএনও

গুজবে লবণ বিক্রির হিড়িক এর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন রেখা তাৎক্ষণিক উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারসহ বিভিন্ন হাটবাজারে ব্যাপক অভিযান চালায়।

এদিন তিনি উপজেলার বাসষ্ট্যান্ড, লঞ্চঘাট, ট্রলার ঘাটেও অভিযান চালায়। এসময় উত্তর বাজার ব্যবসায়ী অসীম দাসকে লবণ মুজদ করে বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

সরেজমিনে দেখা যায়, গুজবে কান দিয়ে গ্রাম-গঞ্জ থেকে আসা নারী-পুরুষরা ১০/২০ প্যাকেট এমনকি তারও অধিক লবণ ক্রয় করে নিয়ে যাওয়ার পথে ইউএনও বহু লোককে থামিয়ে লবন ফেরত দিতে বাধ্য করেন এবং লবণের বড় বড় চালান আটকে দেয়া হয়।

বিভিন্ন পয়েন্টে নিজে মাইকিং করে জনগণকে সচেতনতামূলক নিদের্শনা প্রদান করে ইউএনও বলেন, গুজবে কেউ কান দিবেন না, বাজারে লবনের কোন সংকট নেই, কোন ব্যবসায়ী লবন মজুদ করে বেশী দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম আরিফুর রহমান। সন্ধ্যায় উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একাধিক টিম করে অভিযান চালানো হয়।

পাঠকের মতামত

Comments are closed.