259190

চিনির অস্তিত্ব মিলল উল্কাপিণ্ডে 

ডেস্ক রিপোর্ট : প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে গবেষণার প্রধান ইয়োশিহিরো ফুরুকাওয়া এ তথ্য জানিয়েছেন। মহাকাশে রাইবোজ এর প্রত্যক্ষ নমুনা পাওয়ার পাশাপাশি দু’টি পৃথক উল্কাপিন্ডে অ্যারাবিনোজ ও জাইলোজ এর মতো জৈব শর্করার সন্ধানও পেয়েছেন গবেষকরা। স্বভাবতই নমুনাগুলি NWA 801 ও মার্চিসন-এর মতো কার্বন উপাদানে সমৃদ্ধ। এই সময়

ফুরুকাওয়া জানিয়েছেন, এর আগে উল্কাপিন্ড থেকে প্রাণ সৃষ্টি হওয়ার অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিওবেসের মতো বেশ কিছু উপাদান পাওয়া গিয়েছে। কিন্তু প্রাণ উৎপত্তির অন্যতম উপাদান শর্করা বা চিনির অস্তিত্ব কখনও মেলেনি। মহাকাশের এই শর্করা প্রাগৈতিহাসিক পৃথিবীতে হয়তো আরএনএ নির্মাণে সাহায্য করেছিলো এবং তার থেকেই ক্রমে প্রাণ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, রাইবোনিউক্লিইক অ্যাসিড (আরএনএ) গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইবোজ। আধুনিক বিশ্বে বার্তাবাহক অণু হিসেবে কাজ করে আরএনএ। যা ডিএনএ অণুর থেকে পাওয়া নির্দেশ কোষের ভিতরে উপস্থিত রাইবোজোম নামক আনবিক কারখানায় বয়ে নিয়ে যায়। এই বার্তা পড়েই জীবন প্রক্রিয়ার জন্য জরুরি নির্দিষ্ট প্রোটিন সমষ্টি সৃষ্টি করে রাইবোজোম।

এ বিষয়ে আমেরিকার মেরিল্যান্ডে নাসার গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক জেসন ডোয়ারকিন জানিয়েছেন, এমন অতি-প্রাচীন উপাদানে রাইবোজ-এর মতো ভঙ্গুর অণুর অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই আশ্চর্যের।

পাঠকের মতামত

Comments are closed.