259280

চোরাই মোবাইল ‘গায়েবে’র ঘটনায় এএসআইকে রি’মান্ডে নেয়ার আবেদন

সিলেটে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল সংখ্যক মোবাইল ফোন সেট ‘গায়েবে’র ঘটনায় আটক পুলিশের এ এস আই জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে ৫ দিনের রি’মান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীর হোসেন (৩৪) সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমি শাখায় কর্মরত। অন্য তিনজন হচ্ছে-মোশারফ হোসেন খান (৩৮), ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর ও তার সহযোগীদেরকে গত বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ জিয়াদুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রি’মান্ডের আবেদন জানানো হয়। আদালত পরবর্তীতে রি’মান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন এবং জাহাঙ্গীরসহ ৪ আ’সামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত মঙ্গলবার এ চারজনকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭৯টি মোবাইল ফোন সেট, দুটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

সূত্রঃ নয়া দিগন্ত

পাঠকের মতামত

Comments are closed.