259388

একজন বিজ্ঞানীর দাবি মঙ্গলে প্রানের অস্তিত্ব রয়েছে

ডেস্ক রিপোর্ট : মঙ্গলগ্রহে সন্ধিপদ প্রাণীদের জীবাশ্মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজিস্ট অধ্যাপক ইমেরিটাস উইলিয়াম রোমোসা। স¤প্রতি মঙ্গলযান কিউরিওসিটি রোভারের তোলা একাধিক ছবির বিশ্লেষণ করে রোমোসা দাবি করেছেন, গ্রহটির মাটিতে ফসিল হয়ে আছে কিছু।

সেই জীবাশ্মের গঠনে ফুটে উঠেছে এক জোড়া ডানার আকার। যাতে লক্ষ করা গেছে মাথা ও বুকের আদল। ধারণা করা হচ্ছেÑ এক জোড়া শুঁড়ও ছিল প্রাণীটির। সব মিলিয়ে মনে হচ্ছে, হয়তো এক সময় লাল গ্রহের মাটিতে চলাফেরা করত এই পোকা।

মার্কিন বিজ্ঞানী রোমোসার পর্যবেক্ষণে উঠে এসেছেন পোকা-মাকড়ের এ জীবাশ্ম প্রমাণ করে প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গলে। তিনি বলেন, একটি নির্দিষ্ট জায়গাজুড়ে কিউরিওসিটি রোভারের তোলা কিছু ছবির বিশ্লেষণ করে আমরা দেখেছি, ঠিক পতঙ্গের মতোই দেহের অংশের জীবাশ্ম ছড়িয়ে রয়েছে মঙ্গলের মাটিতে। শুধু সন্ধিপদ নয়, সরীসৃপজাতীয় কোনো প্রাণীর জীবাশ্মও রয়েছে। বিশদে গবেষণা করলে এসব প্রাণী সম্পর্কে আরও ভালোভাবে বলা সম্ভব হবে।

পাঠকের মতামত

Comments are closed.