259398

কলম্বিয়ায় ধর্মঘট, জারি করা হয়েছে কারফিউ

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আমেরিকার দেশটিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির সকল বিরোধীদল এতে সমর্থন দিয়েছে। সংঘাত এগাতে রাজধানী বোগোতো আর পশ্চিমাঞ্চলীয় শহর চালিতে কারফিউ ঘোষণা করেছে সরকার। সিএনএন

২০১৮ সালের দেশটির ক্ষমতায় আসেন স্যোশাল কনজারভেটিভ প্রেসিডেন্ট ইভান দুকিউ। ক্ষমতায় আসার পরেই দেশটিতে বেড়ে যায় বেকারত্ব। ফলে তাকে অর্থনৈতিক সংস্কারের পথে হাটতে হয়। দেশটির বেকারত্ব এতে না কমে আরও বেড়ে যায়। এ বছর এমনিতেই কলম্বিয়ার প্রতিবেশী ইকুয়েডর, চিলি ও বলিভিয়া বড় ধরণের অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছে। পদত্যাগও করেছে সে দেশগুলোর সরকার। কলম্বিয়ায় শুরু হওয়া বিক্ষোভের প্রধানতম ইস্যু অর্থনৈতিক দুরাবস্তা, দুর্নীতি, বৈসম্য এবং আরও কিছু জাতীয় ইস্যু। বিক্ষোভকারীরা দাবি করছেন তারা সংঘাতে নন, শান্তিতে বিশ্বাসী। আর বিক্ষোভের নেতৃত্বে আছে দেশটির পুলিশ পরিচালক জেনারেল অস্কার এতিহোরতুয়া। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি প্যাত্রিকা গুতারেজের সমর্থনও পাচ্ছেন তারা।

অন্য শহরগুলোতে ছোটখাট বিক্ষোভের ঘটনা ঘটলেও বোগোতো জুড়ে মোট ১৩টি পদযাত্রা ও ২৭টি সমাবেশ হয়েছে। রবশ কিছু জায়গায় ব্যারিকেড দেয়া হলেও সংঘাত হয়নি। তবে বড় ধরণের সংঘাত হয়েছে চালিতে। সেখানে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে তাকে যন্ত্রপাতিসহ নপুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

পাঠকের মতামত

Comments are closed.