259516

ফেক নিউজ চেনার প্রশিক্ষণ দেয়া হচ্ছে ভারতের কেরালায় স্কুলের শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট : অনলাইনের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে ভূয়া সংবাদ প্রচারের ঘটনাও বেড়ে চলছে। মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও প্রচার করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, গুজবের মাধ্যমে  হানাহানি সৃষ্টির প্রবণতা বাড়ছে। বিশেষ করে ধর্মীয় বিষয়ে উদ্দেশ্যমূলক ভুল তথ্য প্রচার ভারতীয় উপমহাদেশে অনেক সহিংস ঘটনার জন্ম দিয়েছে। ফেক নিউজের ভয়াবহতা থেকে মানুষকে রক্ষার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রথম পর্যায়ে ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সচেতন করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সাইটের ফ্রন্ট পেইজে এ সংক্রান্ত সতর্কতা দেয়া হচ্ছে। সেই সঙ্গে স্কুল পর্যায়েই শেখানো হচ্ছে, কী করে ফেক নিউজ শনাক্ত করা যাবে, সেই পদ্ধতি। বিবিসি, বীবুম, দ্য লজিক্যাল ইন্ডিয়ান ডটকম

কেরালায় স্কুলের শিক্ষার্থীদের ফেক নিউজের ব্যাপারে সচেতন করা হচ্ছে। শুরুতেই এই রাজ্যকে বেছে নেয়ার অন্যতম কারণ গত বছরের একটি ঘটনা। ভারতের অন্যান্য রাজ্যের মতো এখানেও গুজব রটানো হয়েছিলো, টিকা দিলে শিশুদের ক্ষতি হবে। ফেক নিউজ বা গুজব যে কতোটা ভয়াবহ হতে পারে, গত বছরই তার প্রমাণ পেয়েছে কেরালার মানুষ। গুজব ছড়িয়ে পড়ার পর আড়াই লাখ শিশুর অভিভাবকরা তাদের বাচ্চাদের টিকা না দেয়ার সিদ্ধান্ত নেয়। গুজবপ্রভাবিত জনগোষ্ঠীকে বুঝিয়েশুনিয়ে টিকাদানে রাজি করাতে কর্তৃপক্ষের প্রায় দু’মাস সময় লাগে। আর এই সময়টা টিকা না নেয়ার কারণে ভয়াবহ ঝুঁকির মধ্যে ছিলো ওই শিশুরা।

জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা মীর মোহাম্মদ আলী জানান, ‘গুজবের কারণে টিকাদান ব্যাহত হওয়ায় বড়ো ধরনের ধাক্কা লাগে প্রশাসনে। এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবারে আগে শিশুদের সচেতন করতে হবে। কারণ তাদের বাবামায়েরা ফোন বা অনলাইনে কোনও মেসেজ পেলে সেটিকেই সত্য বলে ধরে নেয়। কিন্তু প্রকৃত সত্য কী, শিশুদের মধ্যে তা জানার আগ্রহ জাগিয়ে তুলতে পারলেই ফেক নিউজ বা গুজব ঠেকানো সম্ভব।’

কেরালা রাজ্যের উপকূলীয় জেলা কান্নুরে ৬০০ সরকারী স্কুল রয়েছে। এর মধ্যে ১৫০ স্কুলে সচেতনতামূলক ক্লাস নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। ৪০ মিনিটের ক্লাসে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে, কী করে মিথ্যা খবর চিনতে হবে।শিক্ষকরা ইংরেজি ও মালাইয়ালাম ভাষায় লেকচার দিচ্ছেন। তারা শেখাচ্ছেন, হোয়াটসঅ্যাপে আসা মেসেজগুলোর মধ্যে কোনটি সঠিক ও তথ্যনির্ভর আর কোনগুলো ফেক বা অসত্য।

পাঠকের মতামত

Comments are closed.