259658

মাশরাফি বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে ১০ কেজি ওজন কমিয়েছেন

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেটের ময়দানে দেখা যায়নি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে সবকিছু ঠিক থাকলে আসন্ন বিপিএল দিয়ে আবার বাইশ গজে ফিরবেন ক্যাপ্টেন ম্যাশ। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে সপ্তম বিপিএল। প্লেয়ার ড্রাফটের সপ্তম রাউন্ডে ঢাকা প্লাটুন দলে নেয় মাশরাফিকে। বিপিএলে নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে ‘১০ কেজি’ ওজন কমিয়েছেন ডানহাতি এই পেসার। খবর : ক্রিকটাইম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দায়িত্বে নিজের নির্বাচনী এলাকার কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটান তিনি। খেলোয়াড় মাশরাফির শরীরের গঠনেও আসে বেশ পরিবর্তন। এমন ভারী শরীর নিয়ে পেস বোলিং করা মুশকিল প্রায়। যেকারণে আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার আগে নিজেকে আমার ফিট করার মিশনে নেমেছেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফির ফিটনেস ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘মাশরাফি কিন্তু অনেকদিন ধরে অনুশীলন করে যাচ্ছে, কেউ জানে না। ফাঁকে ফাঁকে চুপি চুপি করে যাচ্ছে। মাশরাফির বোলিংয়ে, অভিজ্ঞতা বলেন বা সামর্থ্য, কখনও কমেনি। কখনও কমবেও না।’

ফিটনেস নিয়ে ও কাজ করছে। প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনও খেলতে আগ্রহী। আমি নিশ্চিত যে এই বিপিএলে মাশরাফি ভালো করবে। কারণ ওর খেলার আগ্রহটা এখনও মরে যায়নি। অনেকেই অনেক কথা বলে কিন্তু আমি মনে করি, ও এখনও ক্রিকেট খেলতে চায় এবং ও যখন খেলে, সেরাটাই খেলতে চায়। এটাই হল মাশরাফির সঙ্গে বাকিদের পার্থক্য।’ সাথে যোগ করেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.