260109

পেঁয়াজ-রসুন দিয়ে বর-কনের মালাবদল, আমন্ত্রিতরাও উপহার হিসেবে দিলেন পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। সোনার পরেই এখন দামি হয়ে উঠেছে পেঁয়াজ। সেকারণেই মনে হয় ভারতের উত্তর প্রদেশের নবদম্পতি পেঁয়াজ-রসুনের মালা দিয়েই মালা বদল সেরেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া

পেঁয়াজের বাজারের দুরবস্থার কথা বোঝাতেই উত্তর প্রদেশের নবদম্পতির এই উদ্যোগ। শুধু পেঁয়াজের মালা দিয়ে মালাবদল করেই চমক দেননি তারা। অনুষ্ঠানে আগত আমন্ত্রিতরাও তাদের একঝুড়ি করে পেঁয়াজ উপহার দিয়েছেন। নতুন গৃহস্থের কল্যাণে এর থেকে দামি উপহার হয় না বলেই জানিয়েছেন আমন্ত্রিতরা।

ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি নেতা কমল পাটেল জানিয়েছেন, গত কয়েকমাসে পেঁয়াজের দাম যে হারে বেড়েছে তাতে সোনার চেয়ে কিছু অংশে কম দামি হয়নি সেগুলি। ১২০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে।

আরেক সমাজবাদী পার্টি নেতা সত্য প্রকাশ জানিেয়ছেন, নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেও পেঁযাজের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের এই দম্পত্তি পেঁয়াজ-রসুনের মালা বদল করে বোঝাতে চেয়েছেন সংসার যাপনের কঠিন পরিস্থিতির কথা। এতেও মোদী সরকারের হুঁশ ফিরবে বলে মনে হয় না। সূত্র: আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.