260123

মেয়েটি প্রতিদিন সকালে গোসল করেন বরফের পানি দিয়ে! কিন্তু কেন?

ডেস্ক রিপোর্ট : সুইডেনের এই তরুণীর নাম জোনা জিন্টন। তার জীবনের গল্প আর দশটি সাধারণ গল্প থেকে একদমই আলাদা। এতে রয়েছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা আর শেকড়ের টানে ছুটে যাওয়ার কথা।

ঘটনাটি ২০১০ সালের। শহরের বিলাসবহুল জীবন ছেড়ে সুইডেনের উত্তরে ১০০০ কিলোমিটার দূরে পৌঁছান জোনা জিন্টন। এখানে প্রতিদিন সকালে বরফ গোসল করেন তিনি। বিস্তীর্ণ বরফের সাগরে ঠান্ডা ডুব দিয়ে জীবনের অর্থ খোঁজেন। গোসল শেষে কফির মগে চুমুক দেন জিন্টন।

এই বরফ গ্রামে জিন্টনের পূর্ব পুরুষরা ১২ প্রজন্ম আগে বাস করেছিলেন। বর্তমানে এখানে আরো ১০ জন মানুষ বাস করেন। এখানে থেকেই নিজের ব্যবসা পরিচালনা করেন জিন্টন।

নাগরিক জীবনের ক্লান্তি দূরে ঠেলে প্রকৃতির খুব গভীরে যেতে চেয়েছিলেন জিন্টন। সে সিদ্ধান্তই তাকে সাহায্য করেছে। অবশেষে এই প্রকৃতির সান্নিধ্যেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.