260147

পৌনে ৩ কেজির একটি ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকা!

ডেস্ক রিপোর্ট : ইলিশের মৌসুম শেষ হয়েছে বেশ আগেই। ইলিশ পাওয়াই যেখানে দুষ্কর সেখানে পৌনে তিন কেজি ওজনের ইলিশ ধরা যেন হাতে সোনা পাওয়া। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় ধরা পড়েছে এমনই একটি ইলিশ,যেটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, গতকাল সোমবার পশ্চিমবঙ্গের দিঘা মোহনার একটি মৎস্য নিলাম কেন্দ্রে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ নিয়ে আসেন স্থানীয় জেলে প্রমাণাকার। গত রোববার মাছটি উড়িষ্যার রেশকুমার সাউর ট্রলারে ধরা পড়ে।

বাজারে আনার সঙ্গে সঙ্গে ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায়। অজিত হাজরার আড়তে তোলা এ মাছটি কিনতে হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে।

ইলিশ নিয়ে সেলফি তোলার ধুম শুরু হয় পর্যটকদের মধ্যে। দীর্ঘ দরদামের পর ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার রুপিতে যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার টাকা। বিশাল আকৃতির এ মাছটি কিনেছে কলকাতার এসডিআর নামের একটি কোম্পানি।

গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ বলে জানিয়েছেন আড়ৎকর্মী সুদীপ হাজরা। সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.