260165

যুক্তরাষ্ট্রে ২১ বছরের আগে তামাক পণ্য কেনা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট : বয়স ২১ বছর না হলে আমেরিকায় কেউ তামাক জাতীয় পণ্য কিনতে পারবেন না-এমন একটি বিল আইনে পরিণত করতে যাচ্ছে কংগ্রেস। সোমবার কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই বিলটি পাস হতে পারে।

এই আইনের আওতায় সিগারেট তো থাকবেই, থাকবে ই-সিগারেটও। গত মাসে এই বিলটি নিয়ে আলোচনা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তামাক কেনার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার পক্ষে তিনি।

আমেরিকার স্বাস্থ্যকর্মীরা এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা মনে করছেন আইনটি কার্যকর হলে সিগারেট থেকে শিশুরা আরও বেশি দূরে সরতে বাধ্য হবে।

মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, বয়স ১৮ করার পরেও সিগারেট থেকে কম বয়সী তরুণ-তরুণীদের দূরে সরানো যাচ্ছে না। শেষ দুই বছরে তাদের সংখ্যা বেড়েছে।

পাঠকের মতামত

Comments are closed.