260288

আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে

ডেস্ক রিপোর্ট : কুয়াশার কারণে সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে একদিনের ব্যবধানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকাল ৭টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে রাতের কুয়াশা এই এলাকার বিভিন্ন স্থানে দেখা দিতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

চলতি বছরের মধ্যে গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবচেয়ে কম। ভোরে রাজধানীর তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দিনের বেশির ভাগ সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকের মতামত

Comments are closed.