260898

ট্রাম্পের আহ্বানকে নাকচ করেছে ব্রিটেন!

ডেস্ক রিপোর্ট : ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান’কে নাকচ করেছে ব্রিটেন। দেশটির সরকার বলেছে, নিরাপত্তার কারণে এই সমঝোতা রক্ষা করা ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের প্রতিক্রিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বুধবার বলেছেন, সম্প্রতি ইরান পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কিন্তু তারপরও আমাদের যৌথ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এই সমঝোতাকে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধ করার জন্য কূটনৈতিক উপায়ে পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাওয়াকে সঠিক বলে মনে করছে ব্রিটেন।

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্প বলেন, তিনি ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না। ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ট্রাম্প আরো দাবি করেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনেরও এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সময় এসেছে।

গত ৫ জানুয়ারি এক বিবৃতি প্রকাশ করে ইরান ঘোষণা দেয় যে দেশটির পক্ষে পরমাণু সমঝোতার সীমাবদ্ধতাগুলো মেনে চলা আর সম্ভব নয়। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং বাকি পাঁচ দেশের পক্ষ থেকে এটি বাস্তবায়ন করতে ব্যর্থতার পরেই এমন ঘোষণা দিয়েছে ইরান। তবে এটিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো এ সমঝোতা বাস্তবায়ন করে ইরানের পাওনা বুঝিয়ে দিলে দেশটি আবার সমঝোতায় ফিরে যাবে বলে জানিয়েছে। সূত্র- পার্সটুডে

পাঠকের মতামত

Comments are closed.