260917

ভুল করে গুলি করে ইউক্রেনীয় যাত্রীবাহি বিমান ভূপাতিত করেছে তারা, ইরানের স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট : ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তেহরানের বাইরে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানটি স্পর্শকাতর এলাকা দিয়ে উড়ে যাওয়ার সময় ভুল করে গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রথম থেকেই ইরান বলে আসছিলো কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বোয়িং কোম্পানির কাছে বিমানের ব্লাকবক্স দিতে অস্বীকার করে ইরান।

তেহরানের পক্ষ থেকে প্রথমে বলা হয়, ইউআইএ এয়ারলাইন্সের পিএস৭৫২ বিমানটি এক ঘণ্টা দেরিতে তেহরানে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পর তেহরান প্রদেশের পারান্দ শহরের কাছে বিধ্বস্ত হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটিতে যাত্রী ও ক্রুসহ মোট ১৭০ আরোহী ছিলেন। বিস্তারিত আসছে ……

সূত্র: আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.